শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
হাসপাতালের রোগী প্রতীক্ষালয়ে চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজে কলেজ স্ট্রিটের দিকে ২ নম্বর গেটের দিকে যে রোগী প্রতীক্ষালয় বা রাত্রি নিবাস রয়েছে, সেখানেই সোমবার রাতে মৃত অবস্থায় ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায় । মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ওই রোগী প্রতীক্ষালয় দেখভালের দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুনঃ ৬৯ তম কোভিড হাসপাতাল যাদবপুরের কেপিসি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গতকাল রাতে ওই রাত্রি নিবাসে কয়েক জন রোগীর আত্মীয়ের রাখা ব্যাগ থেকে টাকা এবং কিছু জিনিস চুরি যায়। তা নিয়ে হুলস্থুল শুরু হয়ে যায়। এর মধ্যেই রাত্রি নিবাসের বাইরে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। রোগীর আত্মীয়দের হঠাৎ সন্দেহ হয়। সন্দেহের বশে ওই ব্যক্তিকে মারধর শুরু করেন রোগীর আত্মীয়েরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। প্রসঙ্গত কয়েক বছর আগে নীলরতন সরকার হাসপাতালেও ক্যান্টিন কর্মী কোরপান শাহকেও একইভাবে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হন কিছু জুনিয়র ডাক্তারও। এক্ষেত্রেও আইন হাতে তুলে নিলে কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584