নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন্ত সহায়, এডিম প্রেম কুমার বরদেওয়া, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ, মহকুমা পরিষদের সদস্য আইনুল হক ফাঁসিদেওয়ার ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার সহ আরও অনান্যরা।

এদিন মন্ত্রী গৌতম দেব সরকারি প্রকল্পের সবুজ সাথী সাইকেল,সবুজশ্রী,বৃদ্ধ ভাতা ও জমির পাট্টা,এসসি সার্টিফিকেট,ডিজিটাল রেশন কার্ড তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ২৬টি অঙ্গনআড়ি কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ রেশন দোকানে হানা খাদ্য কর্মাধ্যক্ষের
এদিন চটহাট বাঁশগাও গ্রাম পঞ্চায়েত ও জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগলে দেন। তিনি বলেন যে ডিজিটাল রেশন কার্ডের জন্য যদি কেউ টাকা নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন মন্ত্রী ফাঁসিদেওয়া বিডিও অফিস চত্বর পরিদর্শন করেন।এবং অফিস চত্বর দেখে খুবই খুশি হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485