কোচবিহারের কলাকাটায় বন্ধুর গলা কেটে খুন করার অভিযোগে গ্রেফতার যুবক

0
34

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহের মাঝে বন্ধুর গলার নলি কেটে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কোতোয়ালী থানার অন্তর্গত কলাকাটা এলাকায়।

one boy arrested to murder in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই যুবকের নাম প্রিতম দত্ত। ধৃত যুবকের নাম রিপন দে। তাদের দুজনের বাড়ি কলাকাটা এলাকায়।শনিবার ২.৩০ মিনিট নাগাদ কোচবিহার ১ নং ব্লকের কলাকাটা বাজার এলাকায় দুজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। প্রিতম কিছু বুঝে উঠার আগেই রিপন তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

আরও পড়ুনঃ ফের কোচবিহারের নতুন করে আক্রান্ত ৩৭

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কোনও এক কারণে প্রিতমের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় অপর যুবক রিপন দে। কিছু বুঝে ওঠার আগেই প্রিতমের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত হানে ধৃত যুবক রিপন। ঘটনায় গুরুতর আহত হয় প্রিতম।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় কলাকাটা বাজারে। পরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালী থানার পুলিশ।

দ্রুত আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রিতমকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর এলাকায় আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। ধৃত যুবকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে,ওই ঘটনার জেরে রিপন দে নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কি কারণে এই খুন, তার তদন্তে নেমেছে কোতোয়ালী থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here