নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি সদর হাসপাতালে অজানা জ্বরে এক শিশুর মৃত্যু। ৬ বছর বয়সী ওই শিশু কন্যার বাড়ী কোচবিহারের মেখলিগঞ্জে। প্রবল জ্বর থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, আজ সকালে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বলেন, শিশুটি যখন হাসপাতালে ভর্তি হয় তখনই তার শারীরিক অবস্থা আশংকাজনক ছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও বাঁচানো যায়নি তাকে। জলপাইগুড়ি সদর হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে প্রায় ১০০ শিশু, তার মধ্যে গতকালই ভর্তি হয়েছে ২৪ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এখনো পর্যন্ত ২৯ জন শিশু।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, পরিস্থিতি সামাল দিতে তৎপর যোগী সরকার
এছাড়াও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৮৩ শিশু ভর্তি রয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। উপসর্গ প্রায় সকলের ক্ষেত্রেই এক, প্রবল জ্বর। কারোর পেটের সমস্যা, সাথে বমি।
আরও পড়ুনঃ ফের নিম্নচাপের জের, টানা বৃষ্টিতে জলমগ্ন শহরতলী
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গতকালই আশঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, প্রধানত ৩ থেকে ৯ বছর বয়সী শিশুরাই বেশি অসুস্থ হচ্ছে। অসুস্থ শিশুদের বেশিরভাগই ময়নাগুড়ি, ক্রান্তি, ধূপগুড়ি, হলদিবাড়ির বাসিন্দা। জ্বর, বমি, পেটের অসুখের মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তারা। করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষাও করা হচ্ছে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584