শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিধি মেনে ঘরে না থাকায় করোনা আক্রান্তকে জুতোপেটা করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। হেনস্থা করে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল আক্রান্তের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও। পাটুলি এলাকার কেন্দুয়া মেন রোড এলাকার ঘটনা। পাটুলি থানায় ই-মেল মারফত অভিযোগ দায়ের করেন কোভিড আক্রান্তের স্ত্রী। যদিও প্রতিবেশীদের দাবি, প্রতিবাদ করা হলেও কোনও মারধর করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, পাটুলির কেন্দুয়া মেন রোডে বহুতল আবাসনে এক সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন আইটি সংস্থার এক আধিকারিক। পরিবার সূত্রে খবর, গত ১৭ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হন পরিচারিকাও। তবে ওই ব্যক্তির দাবি, তিনি হোম আইসোলেশনে সুস্থ রয়েছেন। যদিও ওই ফ্ল্যাটে থাকা নিয়ে বেশ কয়েক দিন ধরেই প্রতিবেশীরা আপত্তি জানাচ্ছিলেন। তা নিয়ে বেশ কয়েক বার বচসাও হয়।
অভিযোগ, মঙ্গলবার সকালে ওই ব্যক্তির স্ত্রী ছাদে গেলে তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন আবাসিকদের মধ্যে কয়েক জন। তিনি এবং তাঁর স্বামী এই ঘটনার প্রতিবাদ করলে তাঁদের হেনস্থা করা হয়। এরপরেই তাঁদের ঘরে ঢুকে এসে ছেলের সামনেই ভদ্রলোককে জুতোপেটা করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।
আরও পড়ুনঃ হাইকোর্টে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৭
করোনা আক্রান্তের স্ত্রীর দাবি, ১৭ তারিখ রিপোর্ট পাওয়ার পর থেকে সবাই হোম আইসোলেশন ছিলাম। কিন্তু তা সত্ত্বেও এক প্রতিবেশী খারাপ ব্যবহার করেন। তার প্ররোচনাতেই অন্যরা আমার স্বামীকে ছেলের সামনে জুতোপেটা করেন। আটকাতে গেলে আমাকেও ধাক্কা মারেন। আমরা করোনা রোগীরা যদি মানুষের কাছ থেকে মানসিক সমর্থন না পাই, কীভাবে বাঁচব!’
আরও পড়ুনঃ স্ত্রী’র সাথে অবৈধ সম্পর্কে জড়িত ১৪ জনের কাছে ১০০ কোটির ক্ষতিপূরণ দাবী স্বামীর
তবে অভিযোগ অস্বীকার করেছেন আবাসনের অন্যান্য প্রতিবেশীরা। তাঁদের দাবি, ওরা হোম আইসোলেশন মানছিলেন না। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। লিফট ব্যবহার করে কখনও ছাদে চলে যাচ্ছিলেন, আবার কখনও রাস্তায় বেরিয়ে পড়ছিলেন। এতে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু কেউ তাঁদের মারধর করেনি। তারা খুব ভাল করেই জানেন, করোনা রোগীকে ছুঁলে তারাও সংক্রামিত হয়ে পড়বেন। এখন বাঁচতে বানানো গল্প বলে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁরাও পাল্টা থানায় ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584