নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা আক্রান্তের সংখ্যা ছয়শো অতিক্রম করেছে। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এনিয়ে মালদহে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই।
মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন এই যুবক। যদিও ২৮ জুন রাত দুটো নাগাদ মৃত্যু হয় যুবকের। এরপর প্লাস্টিক শিটে ঢেকে মৃতদেহটি গ্রামে কবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলতে পোস্ট অফিসের সামনে রাত জাগছে মহিলারা
মৃত বছর ২৮ -এর যুবকের বাড়ি কালিয়াচক-২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায়। পরিবারের লোকজন জানিয়েছেন উচ্চশিক্ষিত ছিলেন ওই যুবক। চাকরি না পেয়ে একটি ঘড়ির দোকানে কাজ শুরু করেছিলেন তিনি। হৃদযন্ত্রে সমস্যা ছিল অনেকদিন ধরে। শ্বাসকষ্টের জন্য আগে চিকিৎসাও করিয়েছেন। নিউমোনিয়া হওয়ায় তিনদিন আগে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584