নবদ্বীপ পুর এলাকায় করোনায় আক্রান্ত এক যুবক

0
44

শ্যামল রায়, নবদ্বীপঃ

নবদ্বীপ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কালিতলা পাড়ায় করোনায় আক্রান্ত হল এক যুবক। বুধবার বিকেলে ওই যুবককে স্বাস্থ্য দফতরের লোকেরা কল্যাণী হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই যুবক কলকাতায় নেভিতে কর্মরত ছিল। অনেকদিন আগেই কলকাতা থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি। লালারস পরীক্ষার পর আজ করোনার রিপোর্ট আসে।

Staffs | newsfront.co
নিজস্ব চিত্র

রিপোর্টের ভিত্তিতে কালীতলার বাড়ি থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। এলাকাবাসীর দাবি, ওই যুবক বাড়ি থাকাকালীন রেলের মাঠে খেলাধুলা থেকে শুরু করে এলাকার মানুষদের সঙ্গেও অনবরত মিশেছে।করোনার পজেটিভ রিপোর্ট আসার পর এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ওই মাঠে যারা খেলেছে তাদের মধ্যেও ভয় তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ একের পর এক ঝড়ের তাণ্ডবে অথৈজলে গ্রামবাসীরা

ওই এলাকা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে নবদ্বীপ থানা থেকে শুরু করে সকলের কাছে। এলাকায় লকডাউন উপেক্ষা করে অনেকেই চলেছেন বলে অভিযোগ উঠতে শুরু করে। তবে এদিন যুবককে অ্যাম্বুলেন্সে করে কল্যাণী নিয়ে যাওয়ার সময় বাড়ি সংলগ্ন এলাকায় সামাজিক দূরত্ব সঠিকভাবে পালন হয়নি বলেও অনেকেই মনে করছেন। সুস্থ সবল মানুষের পজেটিভ রিপোর্ট আসায় সকলেই হতবাক। ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় মানুষের কাছে। নবদ্বীপ পঞ্চায়েতের বাবলারি পর নবদ্বীপ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ধরা পড়ল দ্বিতীয় ব্যক্তি। অর্থাৎ নবদ্বীপ থানা এলাকায় আক্রান্তের সংখ্যা ২।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here