নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বারবার চেষ্টা করলে যে কোন কাজে বিফল হয় না তা আবারও প্রমাণ করে দিলেন এক সিআরপিএফ জওয়ান। গত ১০ বছর ধরে লটারি টিকিট কেটে চলেছেন প্রথম পুরস্কারের আশায় আর সেই আশায় পূর্ণ হল।
জানা যায়, মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার পাঁচথুপি গ্রামের আছোয়া পাড়ার বাসিন্দা পার্থ রজত। পেশায় একজন সিআরপিএফ জওয়ান। গত শুক্রবার তিনি জানতে পারেন, লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন। আর এই খবর শুনে রীতিমতো খুশির হাওয়া পরিবারজুড়ে, চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অবশ্য পার্থ বাবুকে এই প্রথম পুরস্কারের টাকা নিয়ে কি করবেন জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘খুশি তো অবশ্যই হয়েছি কিন্তু বেশিরভাগই টাকা উৎসর্গ করতে চাই গ্রামের মন্দির নির্মাণ প্রকল্পে এবং এলাকার দুস্থ গরিব দুঃখীদের সাহায্যও করতে চাই। তারপর যা থাকবে ব্যবহার করব নিজের পরিবারের জন্য’।
আরও পড়ুনঃ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি নিজের দলের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবে না, জানালেন সাওনি সিং রায়
অপরদিকে, পার্থ রজতের লটারিতে প্রথম পুরস্কার পাওয়া এবং মন্দির তৈরীর জন্য টাকা দান করার ঘোষণায় রীতিমত খুশি এলাকাবাসি থেকে পরিবারের সকলেই। পার্থবাবুর স্ত্রী সতন রজত জানিয়েছেন, ‘আমার স্বামী প্রায় লটারি টিকিট কাটেন এবং বলতেন প্রথম পুরস্কার পেলে গ্রামের মন্দির তৈরি করা প্রথম কাজ হবে। আমি আমার স্বামীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে খুবই খুশি’।
আরও পড়ুনঃ ভর্তির বিজ্ঞপ্তি জারি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে
অপরদিকে প্রথম পুরস্কার পাওয়া পার্থ রজতের প্রতিবেশী শোভন দাশ জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই গ্রামে মন্দির করার প্রস্তুতি শুরু করেছি, পার্থকে নিয়ে আমরা খুবই গর্বিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584