কেশিয়াড়িতে বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

0
69

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সাইকেলের পেছনে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার কুসুমপুর পঞ্চায়েতের বেনাকুড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

accident place | newsfront.co
দুর্ঘটনাস্থল ৷ নিজস্ব চিত্র

মৃতের নাম অজয় সিং। বয়স ৩২। বেনাকুড়িয়া এলাকার বাসিন্দা তিনি। গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী ডাইনমারি এলাকার বাসিন্দা শিবনাথ হেমব্রম।জানা গেছে হাতিগেড়িয়া থেকে কুলটিকরী যাওয়ার রাজ্য সড়কের ওপর দিয়ে দুজনেই বাড়ি ফিরছিলেন।

bike accident | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত বাইক ৷ নিজস্ব চিত্র

বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর পেছনে সজোরে ধাক্কা মারে। রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর । অভিযোগ, ঘটনার পর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। যদিও কয়েকজন মানুষ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে এলাকাবাসীর কাছে বিক্ষোভে পড়তে হয়।

আরও পড়ুনঃ দৌলতাবাদে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু মহিলার, উত্তেজনা

যদিও ঘটনার অনেক পরে কেশিয়াড়ি থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এলাকাবাসীদের দাবি, পুলিশকে জানানো হলেও অনেক দেরিতে এসে পৌঁছায় পুলিশ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। এর প্রতিবাদে প্রায় ১ ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here