বিনামূল্যে একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির

0
85

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

রবিবার, ১০ নভেম্বর, ৭ নং মোহনা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের বড়ম গ্রামে বড়ম আদিবাসী অনাথ আশ্রমের উদ্যোগে এবং কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল একদিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে ১৫০ জন আশ্রমিক শিশু-সহ এলাকার বাসিন্দাদেরও স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

one day health check up camp | newsfront.co
বক্তব্য রাখছেন বিশিষ্ট জন। নিজস্ব চিত্র

শিবিরের উপস্থিত ছিলেন– ডাঃ সাগর বেসরা ও ডাঃ পঙ্কজ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও, পিও কাম ডিডব্লিউও মাথিয়াস লেপচা, উই আর সেভেন ফাউন্ডেশন-সহ আরও অনেকে। কুমারগঞ্জ হাসপাতালের ডাক্তারবাবু সাগর বেসরা বলেন, “ভবিষ্যতে এইসব পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে।”

বড়ম অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান শিক্ষক রবীন সোরেন বলেন, “অনেক প্রতিকূলতার মধ্যে সরকারি কোনও সাহায্য ছাড়াই এই আশ্রম চলছে।

one day health check up camp | newsfront.co
বাচ্চাদের ওষুধ বিতরণ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে এসআইও-র প্রথম সম্মেলন

আজ প্রথমবারের জন্য এতগুলো আবাসিক বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমি কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল-সহ উপস্থিত সমস্ত প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানাই। আগামী দিনে এইরকম আরও উদ্যোগে সবার একইরকম সাহায্য পাব, এই আশা রাখছি।”

এই প্রতিবেদন লেখা অবধি প্রায় ১০০ জন বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here