নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার চাঁদড়া অঞ্চলের ডুমুরকোঠা গ্রামে একটি বাচ্চা হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়।
সেই সঙ্গে ওই মৃত বাচ্চা হাতিটিকে ঘিরে রয়েছে কয়েকটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। গ্রামবাসীরা বিষয়টি জানায় বন দফতরকে। খবর পেয়ে বন দফতরের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে মৃত বাচ্চা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করে।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টিপাত-ঝড়ের সম্ভাবনা সমুদ্র সৈকতে, এনডিআরএফ এর টহলদারি শুরু
কিন্তু যেভাবে হাতির দল ঘিরে রেখেছে তাতে মৃত বাচ্চা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করা হলেও সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। যার ফলে ওই এলাকা জুড়ে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা এলাকায় ক্ষতির পাশাপাশি হাতির হামলার আশঙ্কা করছেন। ঘটনাস্থলে বনদফতরের আধিকারিকরা রয়েছেন।
আরও পড়ুনঃ কুকুরের ভয়ে ঘরবন্দি মেদিনীপুর রাজাবাজারের বাসিন্দারা, জখম ১০
মৃত বাচ্চা হাতিকে উদ্ধার করে ময়না তদন্ত করা হবে বলে জানানো হয়। ময়না তদন্তের পর জানা যাবে কি কারণে ওই বাচ্চা হাতিটির মৃত্যু হয়েছে। তাই সপ্তমীর দিন বাচ্চা হাতির মৃত্যুকে কেন্দ্র করে গুড়গুড়িপাল থানার জঙ্গল ঘেরা গ্রামগুলির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বনবিভাগের আধিকারিক ও কর্মীরা মৃত বাচ্চা হাতিটিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584