নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি, আহত হয়েছে একজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রামজীবনপুর রাজ্য সড়কের উপর হেমতপুর এলাকায় শনিবার দুপুর নাগাদ।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটর বাইকে করে তিন যুবক রামজীবনপুর থেকে ক্ষীরপাই আসার সময় ক্ষীরপাই থেকে রামজীবনপুরগামী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে তিন যুবক আহত হয়।
স্থানীয়দের তৎপরতায় তাদের ক্ষীরপাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায় মৃত যুবকের নাম দীপক বেরা। সে বীরভানপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584