রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
প্রশাসনের পক্ষ থেকে হাজারও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’- এর ঝাঁ চকচকে বিজ্ঞাপনী প্রচার সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না বললেই চলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। নিত্যদিন কোন না কোন সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে বেপরোয়া বাইক চালানো বা দুটি বাসের রেষারেষির কারণে।এই ঘটনায় একের পর এক বলি হয়ে চলেছে।
২০১৮ সালে ২৯শে জানুয়ারি মুর্শিদাবাদের বালিরঘাট সেতুর ওপর করিমপুর থেকে বহরমপুরগামী বাস দুর্ঘটনা সকলকে নাড়া দেওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ মত মুর্শিদাবাদ জেলা প্রশাসনিকস্তর থেকে সেতু সংস্কার এবং ওয়াচ টাওয়ার করা এবং সেখানে ২৪ ঘন্টার জন্য সিভিক ভলেন্টিয়ার কর্মরত থাকা অবস্থার পরও সড়ক দুর্ঘটনা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না।গতকাল ২৭ ফেব্রুয়ারি অফিস টাইমে বহরমপুর থেকে করিমপুরগামী একটি বেসরকারি বাস উল্টে যায় এবং সেখানে আহতের সংখ্যা প্রায় ২৫।
আরও পড়ুন: প্রতিবেশী পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
আজ ফের সামশেরগঞ্জের আকুরা ব্রিজের উপর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক মহিলার আহত বহু।বেসরকারি একটি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি সরকারি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা মারে।
সেই মুহূর্তে যাত্রীবোঝাই ওই বাসাটি পাল্টি খায়।ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার।মৃতের নাম পলি মন্ডল।বাড়ি ফারাক্কার জাফরগঞ্জে।আহত প্রায় ৩৫ জন যাত্রী,তাদের সকলকে নিকটবর্তী তারাপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত অবস্থায় একজনকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং অপর একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সকলেই চিকিৎসাধীন।দুর্ঘটনার পরমুহুর্তে সরকারি বাসের চালক পালিয়ে যান। আহতদের মধ্যে বেসরকারি বাসের চালক এই মুহূর্তে চিকিৎসাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584