সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ভাইয়ে ভাইয়ে গন্ডগোলে জেরেই চাকুর আঘাতে মৃত্যু হলো এক ভাইয়ের । বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে ভাষাইপাইকর এলাকায়।ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার ভাষাইপাইকার গ্রামে । পুলিশ সূত্রে জানা যায়- মৃত ওই যুবকের নাম কবিরুল শেখ বয়স আনুমানিক ৩২ বছর। জানা যাচ্ছে যে মাদকাশক্ত হয়ে মাকে গালি দিচ্ছিল এক ভাই ।
অন্যদিকে এক ভাই – প্রতিবাদ করায় , দুজনের মধ্যে চলে হাতাহাতি ও মারপিট ।কার্যত চাকু চালাচালি পর্যন্ত চলে তাদের মধ্যে। ঘটনায় গুরুতর জখম হন কবিরুল শেখ নামে ওই যুবক। ঘটনায় জখম ওই যুবককে তড়িঘড়ি নিয়ে আসা হয় অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা স্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ । ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তার এক ভাই ইজাজ শেখ এর বিরুদ্ধে । সেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584