নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে ভাইপোর ইটের ঘায়ে খুন হলেন কাকা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রায়গঞ্জ থানার ভাটোল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রতন সাহা(৬০)। মৃতের ছেলে দ্বীপনারায়ণ সাহা রায়গঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরেই রাজেশ সাহা ও তাঁর স্ত্রী আরতি সাহাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, বসতবাড়ির জায়গা নিয়ে রবিবার রাতে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি।
আরও পড়ুনঃ সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি গরু পাচারকারীর মৃত্যু
কাকা রতন সাহা বিবাদ মেটাতে হাজির হন সেখানে। সে সময় ভাইপো রাজেশ সাহা কাকাকে লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ। সেই ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রতন সাহা। সঙ্গে সঙ্গে পরিবারের লোক তাঁকে উদ্ধার করে প্রথমে ভাটোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা রতন সাহাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন রতন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584