নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শারীরিক অসুস্থতার কারণে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর দু’নম্বর ব্লকের কনিকা গ্রামে। মৃত ব্যক্তির নাম শঙ্কর প্রসাদ দে, বয়স ৪৫ বছর।
পরিবারের সদস্যদের দাবি, গতকাল রাতে শঙ্কর অসুস্থ হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি তাকে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে করোনা সংক্রমনের ভয়ে চিকিৎসা করেন নি ওই ডাক্তার বলে অভিযোগ পরিবারের। এরপর বসন্তপুর এলাকার এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেও একই দৃশ্য দেখতে পান পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ দুই ভাইয়ের অশান্তি ঠেকাতে গিয়ে আক্রান্ত যুবক
শুধু তাই নয় অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও তাদের অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো উত্তর পাওয়া যায়নি। পরে স্থানীয় এক অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ওই রোগীকে। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তার। শনিবার এই ঘটনায় বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে মৃতার আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা। প্রায় ৪ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। পরে আরো পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584