নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
জাতীয় সড়কে দুটি গাড়ি রেষারেষি করতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম হয়েছেন আরও ১ জন। ঘটনাটি ঘটেছে বুধবার মালদহ জেলার গাজোল ব্লকের ৩৪ নং জাতীয় সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ছাই বোঝাই ও পাথর বোঝাই দুটি ডাম্পার গাড়ি রেষারেষি করতে করতে রায়গঞ্জ এর দিকে যাচ্ছিল। ছাই বোঝাই গাড়িটির সামনে থাকা পাথরবোঝাই গাড়িটি হঠাৎ করে ব্রেক করে। ছাই বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই গাড়ির পিছনে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় ছাই বোঝাই গাড়ির সামনের অংশ। গাড়িতে আটকে পড়েন চালক ও খালাসি।
আরও পড়ুনঃ অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের চা বাগানে
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এদিকে সুযোগ বুঝে চম্পট দেয় পাথরবোঝাই ডাম্পারের চালক ও খালাসি। ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার পুলিশ। চালক ও খালাসিকে উদ্ধার করা হয় গাড়ি থেকে। ঘটনাস্থলে মারা যান চালক। গুরুতর জখম অবস্থায় খালাসিকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত চালকের নাম পরিচয় জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584