নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠলো গোটা এলাকা।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকার ডাবচা গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুর নাগাদ চন্দ্রকোনা রোড থেকে ঘাটাল যাওয়ার রাজ্য সড়কের ডাবচা এলাকায় বি এস এন এলের এক কর্মরত কর্মী কাজ করার সময় পিছন থেকে একটি চাল বোঝাই গাড়ি সজোরে ধাক্কা মারে তাকে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এরপরেই কার্যত উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা।

ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ডেবরায় বেলাগাম গতিতে পুলিশকর্মীর বাইক, মুখোমুখি সংঘর্ষে মৃত ১
অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। যাতে ওই এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584