নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল উত্তর দিনাজপুরে। শিলিগুড়ির কোভিড হাসপাতালে ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়ার বালিচর গ্রামের এক আক্রান্ত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার রাতে ঘটলেও বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন সেকথা স্বীকার করেছে।
জানা গিয়েছে, পথ দূর্ঘটনায় ঐ যুবক আহত হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তাঁর করোনা ধরা পড়ে। রিপোর্ট পাওয়ার পরে তাঁকে শিলিগুড়ির কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু কীভাবে এই যুবক করোনা আক্রান্ত হয়েছিলেন, তা স্পষ্ট হয়নি।
আরও পড়ুনঃ খড়্গপুর শহরকে করোনা হাব তৈরি করেছে তৃণমূল নেতারাঃ দিলীপ ঘোষ
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘শিলিগুড়িতে পাঞ্জিপাড়ার এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, সে কথা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584