নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির শিব মন্দিরের কাছে উওরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির শেখর দেবনাথ। সে বাগডোগরার রূপসিং জোত এলাকার বাসিন্দা, মৃত প্রাক্তন সেনা কর্মী বর্তমানে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন।
জানা গিয়েছে, এদিন পুলিশের প্রিজন ভ্যানটি গোঁসাইপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে সজোরে বাইক আরোহীকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তার।এই ঘটনার পরেই স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের গরু পাচারের ‘বাদশা’ এনামুলের বাড়িতে হানা সিবিআইয়ের
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। এবং পুলিশের গাড়িটি আটক করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584