মনিরুল হক, কোচবিহারঃ
জিআরপি জওয়ানের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন আত্মঘাতী হওয়ার চেষ্টায় থাকা এক যুবক। আজ দুপুরে কোচবিহার স্টেশন চত্ত্বরে পানীয় জলের রিজার্ভারে উঠে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হতে যায় এক যুবক। ঘটনার শুরুতেই স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে বিষয়টি । চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে ওই ঘটনা দেখতে পান ওই জিআরপি জওয়ান।
সাথে সাথে তিনি সিড়ি বেয়ে উপরে উঠে ওই যুবকের গলার দড়ি খুলে নামানোর চেষ্টা করেন। তাঁকে সাহায্য করার জন্য আরও দুই যুবক উপরে উঠে যায়, কিন্তু কোন ভাবেই তাঁকে নামাতে না পারলে আরপিএফ অফিস থেকে ফোন যায় দমকলে। পরে দমকলের কর্মীরা এসে ওই যুবককে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম গণেশ সাহানি(৩৩)। তিনি স্টেশন লাগোয়া বস্তির বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই ওই যুবককে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এদিন সকালেও তিনি নেশাগ্রস্ত অবস্থায় স্টেশন চত্ত্বরে ঘুরে বেড়িয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আর সেই কারণেই তাঁর এই আত্মঘাতী হওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ পাঁচ গণ সংগঠনের ডাকে বিক্ষোভ সমাবেশ ফালাকাটায়
অনিল কুমার নামে জিআরপি জওয়ানের তৎপরতায় ওই যুবক প্রাণে রক্ষা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এত উঁচুতে উঠে আত্মঘাতী হতে যাওয়া ওই যুবককে রক্ষা করা সাধারণ মানুষের পক্ষে হয়ত সম্ভব হত না। কিন্তু ওই জিআরপি জওয়ান যেভাবে ঝুঁকি নিয়ে আত্মঘাতী হতে যাওয়া ওই যুবককে রক্ষা করলেন, তা নজিরবিহীন। যদিও ওই জিআরপি জওয়ানের এব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ ভাবতায় রেললাইন মেরামতির জন্য বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল
দমকলের স্টেশন অফিসার স্বপন কুমার দাস বলেন, “আমরা গিয়ে দেখতে পাই জিআরপির অনিল কুমার আত্মঘাতী হতে যাওয়া ওই যুবককে রিজার্ভারের সিড়িতে আটকে রেখেছেন । আমরা সেখানে থেকে তাঁদের উদ্ধার করি। পরে আত্মঘাতী হতে যাওয়া ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হল। তিনি জীবিত অবস্থায় রয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584