নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক মহিলা স্বাস্থ্য কর্মীর আত্মহত্যা করার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতায়। জানা যায়, সাবসেন্টারের হেলথ অ্যাসিস্টেন্ট জয়া রায়, তার নিজের কর্মস্থলেতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন বলে, আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানান ওই মহিলা স্বাস্থ্য কর্মীর স্বামী সুবল রায়।
তবে এখন ওই মহিলা স্বাস্থ্য কর্মী আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুনঃ লকডাউনের অবসাদে আত্মঘাতী যুবক
যদিও আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক -২ সুবর্ন গোস্বামী বলেন, “ওই স্বাস্থ্য কর্মীকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল মাত্র। তবে তার সাথে আত্মহত্যার চেষ্টা করার কারন কি, তা বুঝতে পারছি না। ঘটনার খোঁজ খবর নিচ্ছি। যদি কেউ কোন দায়িত্ব পালন না করে, তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন কর্মীর কাছে জবাব চাইতেই পারেন।”আর এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584