শল্য চিকিৎসক স্বামীর বিরুদ্ধে তালাকের অভিযোগ স্ত্রীর

0
105

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আবহে যখন সাদা পিপিই কিট পরিহিত চিকিৎসকদের লড়াই দেখে সারা দেশের মানুষ তাদের সাথে মন্দিরে অধিষ্ঠিত ভগবানের তুলনা করছেন,ঠিক তখনই এক মহিলা বালুরঘাট জেলা হাসপাতালে কর্মরত শল্য চিকিৎসক ডাঃ হাসান সুবিদের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের নামে প্রতারণার অভিযোগ আনে। যা ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন।

paper | newsfront.co
বিবাহ শংসাপত্র। নিজস্ব চিত্র

আজ বালুরঘাটে মুর্শিদাবাদ জেলার রেজিনগর শক্তিপুর এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানান ২১শে জানুয়ারি ২০১৮ সালে একটি বিবাহ বন্ধনের ওয়েব সাইডে পরিচয়ের মাধ্যমে তার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার মির্জা মহল্লার বাসিন্দা ডাক্তার হাসান সুবিদের বিবাহ সম্পন্ন হয় বহরমপুরের একটি লজে। তারপর থেকে ওই মহিলা তার শ্বশুর বাড়িতেই থাকতেন বলে জানান।

notice | newsfront.co
তালাক নামা ৷ নিজস্ব চিত্র

যদিও ডাক্তার হাসান সুবিদ কর্মসূত্রে একা বালুরঘাটে থাকতেন । ওই মহিলার আরও অভিযোগ ডাক্তার হাসান সুবিদের এর আগেও বিয়ে হয়েছে এবং তার দুটি বাচ্চাও রয়েছে কিন্তু সেই ঘটনা গোপন করেই হাসান সুবিদ ওই মহিলাকে বিবাহ করেন । ওই মহিলা ঘটনাটি জানার পরেও ব্যাপারটি মেনে নিয়েছিলেন বলে তিনি জানান। ওই মহিলা আরও বলেন ডাক্তার হাসান সুবিদ কে তিনি ডাক্তারবাবুর কর্মস্থল বালুরঘাটে নিয়ে যেতে বললে তিনি অনুরোধ এড়িয়ে যেতেন।

dr | newsfront.co
ডাঃ হাসান সুবিদ, অভিযুক্ত ৷ নিজস্ব চিত্র

মহিলা অভিযোগ করেন এর মাঝে হাসান সুবিদ এর আগে জোরপূর্বক তার একটি গর্ভের সন্তান নষ্ট করেছেন। পুনরায় সেই মহিলা গর্ভবতী হয়ে পড়লে আবারও হাসান সুবিদ সেই মহিলাকে জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন তিনি। ওই মহিলা তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে হাসান সুবিদ সেই মহিলাকে তার বাপের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় রেখে আসেন বলে জানান ওই মহিলা।

woman | newsfront.co
অভিযোগকারী মহিলা ৷ নিজস্ব চিত্র

এরপরে ওই মহিলা অভিযোগ করেন যে ইতিপূর্বে তিন তালাক প্রক্রিয়া নিষিদ্ধ হলেও হাসান সুবিদ তাকে সাদা কাগজে লিখে কিছুদিন আগে তালাক দেন। সেই বিষয়ে ওই মহিলা বালুরঘাটে এসে ডাক্তার হাসান সুবিদকে কৈফিয়ত চাইতে গেলে ডাক্তার হাসান সুবিদ তাকে নির্যাতন করেন বলেও অভিযোগ। এরপর ওই মহিলা বালুরঘাট থানায় একটি জেনারেল ডায়েরি করেন।

man | newsfront.co
অভিযোগকারী মহিলার নিকটাত্মীয় ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি ওই মহিলার বাড়ির লোক জানিয়েছেন যাতে ডাক্তার হাসান সুবিদ কোনভাবেই আইন কে প্রভাবিত না করতে পারে সেই কারণে তারা মুর্শিদাবাদে গিয়ে আইন অনুযায়ী ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করবেন। এই করোনা সংকটের মাঝে যখন সাধারণ মানুষ স্বাস্থ্যকর্মী ডাক্তারদের ভগবানের আসনে বসিয়েছেন ঠিক তখনই একজন স্বনামধন্য ডাক্তারের বিরুদ্ধে এইরূপ গুরুতর অভিযোগ ওঠায় স্বভাবতই প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেলডাঙা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী

পাশাপাশি ওই মহিলার অভিযোগ সম্পর্কে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয় । এই বিষয়ে ডাক্তার হাসান সুবিদ এর বক্তব্য জানার জন্য বারবার ডাক্তার হাসান সুবিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সংবাদ মাধ্যমের সাথে কোনরকম যোগাযোগ করতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here