দেড়শো বছরের মালদহ কলেজ মাঠ সেজে উঠছে পৌরসভার তত্ত্বাবধানে

0
61

হরষিত সিংহ,মালদহঃ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, ইংরেজবাজার পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে, বামফ্রন্টের আমলে প্রায় পরিত্যক্ত অবস্থায় পরে থাকা মালদহ কলেজ মাঠকে সাজানোর উদ্যোগ নিল পুর কর্তৃপক্ষ।

ছবিঃঅভিষেক দাস

পৌরসভার উদ্যোগে আলো ঝলমলে করে এবং মাঠের ধারে সুন্দর করে ফুটপথ তৈরী করে গাছ লাগিয়ে, মালদা কলেজের সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে উপহার হিসেবে মাঠকে সাজিয়ে দিতে চায় পৌরসভা। সেই কাজ খতিয়ে দেখতে বুধবর রাত্রে মাঠ পরিদর্শন করলেন পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, কাউন্সিলর সুভময় বসু, ছাত্র সংসদের সহ- সভাপতি পিযূস ক্রান্তি সাহা সহ ছত্ররা।

এই সেই মাঠ যা সেজে উঠতে চলেছে।ছবিঃঅভিষেক দাস

লাইট সহ বিভিন্ন কাজ খতিয়ে দেখেন। তিনি জানান মাঠের চার দিকে ১৪ টা পোলে ৮ টা করে লাইট লাগাবেন, খরচ হবে প্রায় ২২-২৩ লক্ষ টাকা। দিনে সময়ের অভাবে ছাত্ররা বা মালদার অনেক ক্লাবের ছেলেরা খেলতে পারেনা। এখন তারা রাত্রে ঝলমলে আলোতে খেলাধূলা করতে পারবে। অনেকে এসে খেলা দেখে সময় কাটাতে পারবে। ছাত্ররা জানায়, আগে এই মাঠে গাড়ি পার্কিং, মেলা হত, গরু চরত। ফলে মাঠ জঙ্গলে পরিনত হয়েছিল।

ছবিঃঅভিষেক দাস

নতুন সরকার আসার পর থেকে মাঠের পরিবেশ দিনের পর দিন উন্নতি হচ্ছে। তাই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্ররাও খুশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেও ধন্যবাদ দিতে ভুলেননি তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here