গুঞ্জরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী

0
43

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী দুস্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা নাগাদ ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গভীর রাতেই শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃনমুল সদস্য রুকিয়া বেগমের স্বামী ইফতেকার আহমেদ এদিন রাত দশটা নাগাদ হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির খুব কাছেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। দুটি গুলি তাঁর শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় ইফতেকার আহমেদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী।

আরও পড়ুনঃ থাকলে তবে তো বিনামূল্যে রেশন দেবেন! মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস সমর্থকরা হাসপাতালে পৌঁছান। সেখানে এই ঘটনায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। অবস্থার অবনতি হওয়ায় আহত তৃণমূল নেতাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আখতার জানিয়েছেন, ইফতেকার আহমেদ একজন নিরীহ মানুষ। কারা তাঁকে কী কারনে গুলি করল কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে দেখছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here