নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভোর রাতে দুই লরির মুখোমুখি সংঘর্ষে আহত লরি চালক। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহ জানাপাড়া এলাকায়।

জানা গেছে,এদিন ভোরের দিকে পাঁশকুড়াগামী একটি আলু বোঝাই লরি ওই পথ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়তেই ওই পথ দিয়ে উল্টো দিক থেকে আরও একটি লরি আসছিল। আর ভোর রাতের দিকে অন্ধকার থাকার জন্যই, একই পথে বিপরীতমুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয় বলে অনুমান স্থানীয়দের।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের নবদ্বীপ শ্মশানে দাহ করা হবেনা, বিক্ষোভ পুলিশকে ঘিরে
তবে মুখোমুখি সংঘর্ষের ফলে বিকট শব্দ হয়। এমনকি গুরুতর আহত হয় দূর্ঘটনাগ্রস্থ লরির চালক। এহেন পরিস্থিতি দেখা মাত্রই ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
তবে এই দূর্ঘটনায় প্রাণ হানির ঘটনা না ঘটলেও, সম্পত্তি হানি হয়েছে অনেকটাই। আর এই ঘটনার ফলে দুমড়ে-মুচড়ে গেছে লরির সামনের অংশ। এরপর ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ আসে। এর পাশাপাশি দূর্ঘটনাগ্রস্থ লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়া যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584