নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
অটোতে যাত্রী তোলা নিয়ে দুই ইউনিয়নের মধ্যে গন্ডগোল ও মারামারি।ঘটনায় আহত এক অটো চালক। যার জেরে উত্তেজনা এলাকায়।
পুলিশ জানিয়েছে উত্তর ২৪ পরগনা বনগাঁর প্রতাপগড় অটো ইউনিয়ন ও টাউন হল অটো ইউনিয়ন মধ্যে যাত্রী তোলা নিয়ে গণ্ডগোলের জেরে প্রতাপগড় অটো ইউনিয়নের অটো ড্রাইভার সন্তু বিশ্বাসকে মারধরের অভিযোগ ওঠে।
আহত সন্তু বিশ্বাস কে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রতাপগড় অটো ইউনিয়নের অটোর চালকরা বনগাঁ চাকদা রোড এর হসপিটালের মুখে অবরোধ শুরু করে।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষের প্ৰতিবাদে শীতলখুচিতে শান্তি চেয়ে মহিলাদের মিছিল
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।স্থানীয় সূত্রে খবর দুটি অটো ইউনিয়নে তৃণমূল সমর্থিত ট্রেড ইউনিয়ন। দুই ইনিয়নের পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ভর সন্ধ্যায় দুই ইউনিয়নের গোলমালের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584