রেজিনগরে পুরনো বিবাদের জেরে খুন হল এক ব্যক্তি

0
113

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের রেজিনগর থানার লোকনাথপুরের আইনুদ্দিন শেখ ও জাহাঙ্গীর শেখ নামের দুই পক্ষের পুরনো বিবাদের জেরে খুন হতে হল এক ব্যক্তিকে।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

খুনের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে লোকনাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আইনুদ্দিন শেখ (৬০) নামের এক ব্যক্তি নিজের গমের খড়ে আগুন দিলে পাশের পোল্ট্রি ফার্মে আগুন ধরে যায়। সেই ফার্মের মালিক স্থানীয় পঞ্চায়েত মেম্বার জাহাঙ্গীর শেখ।

primary health center | newsfront.co
নিজস্ব চিত্র

পরবর্তীতে সে বিষয়ে রেজিনগর থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ আইনুদ্দিন শেখকে আটক করেন। ৪০ দিন জেল খেটে জামিন নিয়ে বাড়ি ফিরেন আইনুদ্দিন। তারপর আজ হঠাৎ করেই জাহাঙ্গীর শেখের লোকজন আইনুদ্দিন শেখের বাড়িতে ঢুকে হামলা চালায়। এমনকি রড ,শাবল ,লাঠি নিয়ে আইনুদ্দিন শেখ সহ বাড়ির চার সদস্যদের উপর আক্রমন করেন ।

আরও পড়ুনঃ বড়ঞায় লরির ধাক্কায় মৃত্যু হল ২২দিনের শিশুর

আইনুদ্দিন সহ পরিবারের সদস্যদের গুরুতর অবস্থায় পুলিশ উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আইনুদ্দিন শেখকে মৃত ঘোষণা করে এবং বাকি চার সদস্যদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ পথচলা শুরু করলো দাসপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম

মৃতের পরিবারের অভিযোগ, পোল্টি ফার্মের মালিক জাহাঙ্গীর শেখ তার দলবল নিয়ে হামলা চালায়। আর সেই আক্রমণের জেরে মৃত্যু হয় আইনুদ্দিন শেখের। এই ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here