নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দেবীপুর গ্রামের মতি সর্দার স্ত্রীকে সঙ্গে নিয়ে কেরলে ইঁট ভাটায় শ্রমিকের কাজে গিয়েছিল। সেখানে গিয়ে ঠিকাদারের সঙ্গে মতি সর্দারের স্ত্রী তারা সর্দারের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপর মতি সর্দার স্ত্রীকে সঙ্গে নিয়ে দেবীপুরের বাড়িতে ফিরে আসে।

ওই ঠিকাদারের বাড়ি নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার আরবপুর এলাকায়। গত রবিবার মতি সর্দার এবং তার স্ত্রী তারা সর্দার দুই সন্তানকে নিয়ে চিকিৎসা করার নাম করে ওই ঠিকাদারের বাড়িতে যায়।

সোমবার সকাল নটার সময় মতি সর্দার ফোনে মায়ের সঙ্গে কথা বলেন স্বশরীরে। তার কিছুক্ষণ পরে তার স্ত্রী বাড়িতে ফোন করে বলেন যে মতি সর্দার হটাৎ অসুস্থ হয়ে পড়েছে। তখনই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের নাম মতি সর্দার ( ৩১) ও তার পিতা রাবন সর্দার বলে খবর। মৃতদেহ সাগরপাড়া থানার দেবীপুরের গ্রামের বাড়িতে নিয়ে আসলে গ্রামবাসী ও পরিবারের লোকজন মতি সর্দারের স্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ চোর সন্দেহে গ্রেফতার ফেরিওয়ালা
পরবর্তীতে সাগরপাড়া থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এলাকাবাসী মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানায়। তারা সর্দার তার অবৈধ সম্পর্কের কারণে স্বামীকে খুন করেছেন বলে মনে করছে প্রতিবেশীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584