তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের লালগোলার এক পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম জামিরুল ইসলাম। গত ৭ ই আগস্ট চমকপুর গ্রামের ঠিকাদার মুরসালীমের সাথে জামিরুল ইসলাম রাজমিস্ত্রির কাজে গিয়ে ছিলেন উড়িষ্যায়।
কাজকর্ম ঠিকঠাক মতই চলছিল গত দুইদিন আগে তার স্ত্রীর সাথে ফোনে কথাও হয়। তারপর মোবাইলে রিচার্জ না থাকার কারণে তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। এরপর জামিরুলের বাড়িতে হঠাৎ ফোন আসে যে তার মৃত্যু হয়েছে। এই খবর শোনা মাত্রই পরিবারে আতঙ্কের সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা জানান, এটি স্বাভাবিক মৃত্যু নয় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে জামিরুলকে কারণ তার মাথার ডান দিকে একটি জোরালো আঘাতের চিহ্ন রয়েছে। এ ধরনের ঘটনার কে বা কারা ঘটল তা নিয়ে রাজ্য সরকার এবং আইনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তার পরিবার। শ্রমিকের মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের মোরগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর
খবর পেয়ে লালগোলা বিধায়ক মহম্মদ আলী ফোনের মাধ্যমে পরিবারের প্রতি সমবেদনা জানান। এর পাশাপাশি তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় অসংগঠিত শ্রমিকরা সংগঠিত না হয় যে কোনো ঠিকাদারের সাথে চলে যাচ্ছে। তার ফলেই এই ধরনের দুর্ঘটনা গুলি ঘটছে। আগামী দিনে তিনি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি শ্রমিককে সংগঠিত হওয়ার আহ্বান জানান। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। শ্রমিকের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে ওই পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584