নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এবার রায়গঞ্জ পুলিশ লাইনে থাবা বসাল করোনা। করোনায় আক্রান্ত হয়েছেন রায়গঞ্জ পুলিশের এক কনস্টেবল। তাঁকে রায়গঞ্জের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কর্ণজোড়া পুলিশ লাইনে থাকতেন ওই কনস্টেবল। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে রাখার বন্দোবস্ত করছেন রায়গঞ্জ পুলিশের আধিকারিকরা।
এদিকে রায়গঞ্জ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের এক যুবকের লালারসের রিপোর্ট করোনা পজিটিভ আসায় তাঁকেও কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রবিবার দুপুরে রায়গঞ্জের মিলনপাড়ায় ওই যুবকের বাড়ির এলাকা জীবাণুমুক্ত করেছে পুরসভা।পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জুন ওই যুবক তাঁর মায়ের সঙ্গে দিল্লি থেকে বাড়িতে ফিরেছিলেন। তাদের লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। রবিবার ভোররাতে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
আরও পড়ুনঃ ২ রেশন ডিলারের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অভিযোগ
অন্যদিকে, আক্রান্ত পুলিশ কনষ্টেবলের ১৭ জুন জ্বর হওয়ায় তাঁর লালারস পরীক্ষার জন্য নেওয়া হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। লালারস পরীক্ষার জন্য দেওয়ার পরে একাধিকবার দোকান-বাজারে গিয়েছিলেন তিনি। সেই কারণে তাঁর থেকে আরও কেউ আক্রান্ত হয়েছেন কি না তা নিয়ে চিন্তিত পুলিশ আধিকারিকদের একাংশ। রায়গঞ্জ পুলিশ লাইন জীবাণুমুক্ত করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584