নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
ফের করোনার হদিস মিলল আরও এক ব্যক্তির দেহে। জানা গেছে আক্রান্ত ব্যক্তির বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত বানীপুর এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ওই এলাকা সিল করে দিয়েছে।
জানা গেছে, ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত ওই বৃদ্ধ কিডনির সমস্যা নিয়ে চিকিৎসা করাতে গত মাসের ২৭ তারিখ থেকে ভর্তি ছিলেন দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে।
আরও পড়ুনঃ ‘সরকারের ইচ্ছে’-কে উপেক্ষা করে কর্মীদের বেতন হ্রাসের সিদ্ধান্ত ইন্ডিগোর
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। বৃহস্পতিবার তার রিপোর্টে পজেটিভ এসেছে। ওই ব্যাক্তির সংস্পর্শে আসা পরিবারের দুই সদস্য সহ সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত ব্যক্তির বাড়ির আশেপাশে দমকল বাহিনীর কর্মীরা স্যানিটাইজেশন কাজ শুরু করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584