নতুন করে আক্রান্ত পার্কস্ট্রিট থানার অফিসার, প্রসূতি, ইতিহাসের অধ্যাপক-সহ ব্যাঙ্ক কর্তা

0
122

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের করোনা আক্রান্ত কলকাতার এক পুলিশকর্মী। এবার পার্ক স্ট্রিট থানার স্পেশাল ব্রাঞ্চের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতের দিকে করোনা পজিটিভ হওয়ার খবর মেলে জোড়াসাঁকো থানার এসআই এবং মানিকতলা থানার মহিলা এসআইয়ের। ফলে কলকাতা পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১।

corona | newsfront.co
প্রতীকী চিত্র

অন্যদিকে, যাদবপুরের কেপিসি হাসপাতালেও প্রসবের পর করোনা পজিটিভ ৩ প্রসূতি। সন্তান জন্ম দেওয়ার পরেই টেস্ট করা হয় তাঁদের। ওই প্রসূতিদের সংস্পর্শে আসা হাসপাতালের ১২ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়াও করোনা পজিটিভ এসবিআই-এর পদস্থ কর্তাও। তিনি এসবিআই-এর সদর দফতর সমৃদ্ধি ভবনে কর্মরত ছিলেন। বুধবার রাতে তাঁকে ভর্তি করা হয় ডিসান হাসপাতালে। এদিন নমুনা রিপোর্ট পজিটিভ আসে, খবর হাসপাতাল সূত্রে। সংস্পর্শে কারা এসেছিলেন, খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।

একই সঙ্গে জানা গিয়েছে, করোনা পজিটিভ হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক অধ্যাপক। কলকাতায় সল্টলেক অঞ্চলের বাসিন্দা তিনি। মে মাসের ৪ তারিখে অসুস্থতার জন্য সল্টলেকেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রে খবর। এরপরই সল্টলেকের ওই এলাকা পুলিশ ঘিরে দিয়েছে বলে জানা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here