নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাস স্ট্যান্ডে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখান শিলিগুড়ি গামি একটি সরকারি বাস আটক করে। এবং সন্দেহ জনক এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার।
এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম মুর্তাজা আলম((২৪)। সে মালদার কালিয়াচকের সাহাবাজপুরের বাসিন্দা।
আরও পড়ুনঃ বেলুড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য ঘিরে বিতর্ক, মোদির আগমনে অসন্তুষ্ট মিশনের ভক্তরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে মোট ১০১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে ওই ব্যক্তি মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে বিধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584