মনিরুল হক, কোচবিহারঃ
চোর সন্দেহে একটি বাইক সহ এক যুবককে গ্রেফতার করলো মাথাভাঙ্গার ট্রাফিক পুলিশ। রবিবার মাথাভাঙ্গা শীতলকুচি সড়কে গোলকগঞ্জের কাছে নাকা চেকিংয়ের সময় ওই যুবককে আটক করে পুলিশ। তার কথার অসঙ্গতি দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে আজ মাথাভাঙ্গা মহাকুমার আদালতে তোলা হবে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ বর্মন। তারা বাড়ি মাথাভাঙ্গা আরচকিয়ার ছড়া গ্রামে। জানা গিয়েছে, মাথাভাঙ্গার পুলিশের ট্রাফিক ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে রবিবার মাথাভাঙ্গা শীতলকুচি সড়কে গোলকগঞ্জের কাছে নাকা চেকিংয়ের সময় বিশ্বজিৎ বর্মনের মোটর বাইক আটকায় পুলিশকর্মীরা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালের ওটির জানালা দিয়ে পালানোর চেষ্টা রোগীর
পুলিশ তার বাইকের কাগজপত্র দেখতে চান। ওই যুবক মোটর বাইকের কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। সে পুলিশকে জানায় পরিচিত একজনের কাছ থেকে এসে মোটর বাইকটি কিনেছে। এরপর ধৃত যুবকের কথা মতো ওই মোটর বাইক বিক্রেতার বাড়িতে গিয়ে অভিযান চালাতে গিয়ে দেখেন ওই ব্যক্তি সেখানে থাকেন না।
পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কথার অসঙ্গতি দেখা গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। মাথাভাঙ্গার বিভিন্ন এলাকায় টোটো, মোটর সাইকেল ইত্যাদি চুরির সঙ্গে ওই যুবকের কোন চক্র রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584