নারায়ণগড় ব্লকে প্রথম করোনা আক্রান্তের খোঁজ, চিন্তায় প্রশাসন

0
23

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নারায়ণগড় ব্লক করোনা মুক্ত, বিধায়কের গর্বের সাথে ঘোষণার দু দিন পরেই করোনা আক্রান্তের খোঁজ মিলল ওই নারায়ণগড়েই।এবার আক্রান্ত ব্যাক্তির খোঁজ মিলল উক্ত ব্লকের ১৩ নম্বর বাখরাবাদ অঞ্চলের বরদাইতে।

এলাকার বাসিন্দাদের সূত্রে খবর, গ্রামের খেটে খাওয়া মানুষদের মধ্যে কয়েকজন কাজের সূত্রে মুম্বাইতে গিয়েছিল। গত মাসের ২১ তারিখে তারা বাড়ি ফেরেন।

corona positive | newsfront.co
নিজস্ব চিত্র

প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয় এলাকার একটি স্কুলে। এরপর ২৫ তারিখ তারা স্থানীয় বেলদা গ্রামীণ হাসপাতালে করোনার জন্য পরীক্ষা করান। এই পরীক্ষার ১৮ দিন পরে রিপোর্ট আসে। তাতে একজনের করোনা আক্রান্তের খোঁজ মেলে।এরপরে নড়েচড়ে বসে প্রশাসন।

যে সকল লোকেরা এসে এই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন তাদের ১৪ দিন পেরিয়ে গেছে। ফলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী তারা আবার যে যার বাড়িতে চলে যান। ১৮ দিনের মাথায় একজনের রিপোর্ট করোনা পজেটিভ আসায় চিন্তায় পড়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ গড়িয়া শ্মশানে ১৩ লাশ রহস্যের সাফাই দিল পুরসভা-স্বাস্থ্য দফতর

এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে চড়িয়েছে বিরোধীরা।যদিও বর্তমান এই করোনা আক্রান্তের খবর আসার পরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বরদাই এলাকায়।পৌঁছেছেন স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশ কর্মীরা।

সূত্রের খবর, ওই করোনা আক্রান্তের সঙ্গে তাঁর পরিবার ও কোয়ারেন্টাইনে থাকা চারজনকে বর্তমানে আবার পুনরায় কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।পুরো এলাকা সিল করে মাইকিং করে এলাকাবাসীদেরকে সতর্ক করছে পুলিশ প্রশাসন। স্বাস্থ্য দফতরের এই গাফিলতিতে ফলে এলাকায় শুরু হয়েছে আতঙ্ক এবং গুঞ্জন।

নারায়ণগড় ব্লকে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল। এর আগে দাঁতন ২ নম্বর ব্লকের সাউরি, বামনাসাই ও যাহালদাতে এই করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। গত কয়েকদিন আগে দাঁতন এক নম্বর ব্লকের শান্তানগর এলাকায় দুই পরিযায়ী শ্রমিকের করোনা পজেটিভ পাওয়া যায়।

আজ নারায়ণগড় ব্লকের বাখরাবাদ অঞ্চলের বরদাইয়ে একজনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এই নিয়ে দাঁতন ২ নম্বর ব্লকের মোট চারজন আক্রান্ত। দাঁতন এক ব্লকে দুই জন এবং নারায়ণগড় ব্লকের একজন আক্রান্তের খোঁজ পাওয়া গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here