নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল বালুরঘাট জাতীয় সড়কের ২১ মাইল এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমত্য মুখার্জি ( ২৪)। তার বাড়ি বীরভূম জেলার হেমতপুর এলাকায়। সে ২১ মাইলের একটি হোটেলে কাজ করতো।

বৃহস্পতিবার দুপুরে দেওতলা থেকে তিনি হেঁটে ২১ মাইলে আসছিলেন। ঠিক সেই সময় জাতীয় সড়কের পাশ দিয়ে একটি বোলেরো গাড়ি পামচার হয়ে তাকে সজোরে ধাক্কা মারে।

আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে ২০০ কেজি গাঁজা সহ গ্রেফতার এক
ঘটনাস্থলেই লুটিয়ে পরেন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গাজোল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584