মনিরুল হক, কোচবিহারঃ
বাইক ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের সুটকা বাড়ি এলাকার বালিয়ামারী ও বড়বাড়ির মধ্যবর্তী মাথাভাঙা-কোচবিহার মেইন রোডের উপর। মৃত ওই যুবকের নাম আসাদুল হোসেন। তার বাড়ি তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর এলাকায়।

ওই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ওই সরকারি বাসটিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
আরও পড়ুনঃ বেলদায় পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবকের শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। তাই তিনি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কোচবিহার – মাথাভাঙা রোড ধরে বালিয়ামারির উদ্দেশ্যে বাইকে করে রওনা দেন। সেই সময় মাথাভাঙা থেকে আসা একটি সরকারি বাস তাকে মুখোমুখি ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পরে স্থানীয়রা ছুটে এসে সরকারি বাসটিকে আটক করে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584