শ্যামল রায়, নবদ্বীপঃ
পণ্য সামগ্রী বোঝাই একটি ম্যাটাডোরের সাথে টোটোর সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মারাত্মকভাবে জখম দুইজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে মৃত টোটো চালকের নাম রামপ্রসাদ সিং(৩২), বাড়ি নবদ্বীপ থানার পোড়াঘাট এলাকায়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ।
নবদ্বীপ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসার পথে গৌরাঙ্গ সেতুর গৌরনগরের কাছে কৃষ্ণনগর থেকে আসা পণ্য সামগ্রী বোঝাই একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণহীন অবস্থায় রাস্তা দিয়ে চলার সময় টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। দ্রুত এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে টোটো চালকের দেহ উদ্ধার করে এবং দ্রুত শক্তিনগর হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ কলাইকুন্ডায় জাতীয় সড়কে লরিতে ধাক্কা স্বাস্থ্য দফতরের গাড়ির, আহত ২
তবে কর্মরত চিকিৎসক টোটো চালককে মৃত বলে ঘোষণা করে এবং জখম দুইজনকে চিকিৎসা করতে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে নবদ্বীপ কৃষ্ণনগর রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। নবদ্বীপ থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলে জানা যায়। পুলিশ ম্যাটাডোরটি আটক করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584