মাটি ভেদ করে পুনরুত্থান ‘উর্বি’-র, ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি সুড়ঙ্গের কাজ শেষ

0
94

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শহর কলকাতার যোগাযোগ আরও দ্রুত করতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিকল্পনা করেছিল রেলমন্ত্রক। শুক্রবার তারই একটি গুরুত্বপূর্ণ অংশ শেষ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Metro tunnel | newsfront.co

শেষ হল ইস্ট–ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভমুখী সুড়ঙ্গের কাজ। ঘটনার সাক্ষী হতে হাজির ছিলেন হাজির ছিলেন কেএমসিআরএল ও ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মীরা।

গত রবিবার শিয়ালদহ ফ্লাইওভারের নীচ দিয়ে সুড়ঙ্গ খোড়ার কাজ করে উর্বী। তার জেরে ৩ দিন বন্ধ ছিল বিদ্যাপতি সেতু। তারপরই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় শুক্রবার শেষ হবে এই পর্বে সুড়ঙ্গ খোড়ার কাজ। সেই মতো আজ শুক্রবার শিয়ালদহে নির্মীয়মাণ স্টেশনে সুড়ঙ্গ খননকারী যন্ত্র উর্বী মাটি ফুঁড়ে বেরিয়ে আসে।

আরও পড়ুনঃ মাস্ক, গ্লাভসের জন্য দৈনিক ৫ হাজার টাকা বিল! লক্ষাধিক টাকা ফেরাল হাসপাতাল

এর ফলে হাওড়া ময়দানের সঙ্গে ফুলবাগান ১০.৩ কিমি সুড়ঙ্গপথে জুড়ে গেল। আনন্দে হাততালি দিয়ে ওঠেন ইঞ্জিনিয়াররা। মাটির নিচে ওড়ানো হয় জাতীয় পতাকা। গত কয়েক দশকে বাধা-বিপত্তি পেরিয়ে এদিনের এই ঘটনা নিঃসন্দেহে কলকাতা মেট্রোর কাছে বড় মাইলস্টোন।

আরও পড়ুনঃ পুজো কমিটিকে পঞ্চাশ হাজার আর পুরোহিতদের মাত্র হাজার! জন স্বার্থ মামলা হাইকোর্টে

গত কয়েক দশকে বার বার থমকে গিয়েছে প্রকল্প। শেষ সময়ে গত সেপ্টেম্বরে বউবাজার বিপর্যয়ের পর প্রকল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। আদালতের জট কাটিয়ে অবশেষে যাত্রা শেষ করল উর্বী।

কেএমসিআরএল সূত্রে খবর, বউবাজারে টানেল বোরিং মেশিন চণ্ডী আটকে পড়ায় উর্বীকে দিয়েই শিয়ালদহ – বউবাজার পর্যন্ত আরেকটি সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হবে। তার পর বউবাজারে তৈরি করে রাখা এক বিশাল গহ্বর থেকে যন্ত্রদুটিকে তুলে ফেলা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here