মোটরবাইক ও লরির সংঘর্ষে মৃত্যু ১ মহিলার

0
24

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মোটরবাইক ও লরির সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। আহত এক । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর কালদীঘি এলাকায়। ঘটনার প্রতিবাদের ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।

accident | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশি সূত্রে খবর, মৃতা ওই মহিলার নাম শিমু কর্মকার (৩৫)। আহত ব্যাক্তির নাম স্বজল কর্মকার (৪০)।.তারা সম্পর্কে স্বামী ও স্ত্রী। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার রাঘবপুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ স্বজল বাবু ও তার স্ত্রী বাইকে করে গঙ্গারামপুরের দিকে আসছিলেন। তখন গঙ্গারামপুর কালদীঘি এলাকায় পেছন থেকে একটি লরি তাদের মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনার পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই দম্পতি।

আরও পড়ুনঃ বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বিক্ষোভে বিজেপি

লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী শিমু কর্মকারের। গুরুতর আহত হয় স্বজল বাবু। স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহত ব্যাক্তিকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরে এলাকার মানুষজন বেশ কিছুক্ষণ ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পথ অবরোধ উঠিয়ে যানচলাচল স্বাভাবিক করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতার পরিবার সহ এলাকায়। অপরদিকে পুলিশ ঘাতক লরি ও মোটরবাইকটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here