নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার মাঠে কাজ করার সময় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলের জাড়া গ্রামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও চারজন মহিলা শ্রমিককে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত মহিলা শ্রমিকের নাম জবা কিস্কু৷ ৪৫ বছর বয়সী জবা কিস্কু ঘটনাস্থলেই মারা যায়। স্বভাবতই ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ওই পাঁচ জন মহিলা শ্রমিক অন্যের জমিতে চাষের কাজ করতে গিয়েছিল। মাঠে কাজ করার সময় আচমকা বাজ পড়ে এবং ঘটনাস্থলে তারা মাটিতে লুটিয়ে পড়ে।
আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে ২ মহিলার মৃত্যু
স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যায় একজন, বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জবা কিস্কুর মৃতদেহ উদ্ধার করে৷ তার দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার জন্য পাঠানো হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584