নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা ‘জয়’ করে শেষে বাড়ি ফিরলেন মালদহের এক বাসিন্দা। শুক্রবার তাঁকে শিলিগুড়ির কোভিড হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওই মহিলা মালদহের রতুয়ার বাসিন্দা। কোভিড হাসপাতালে ভর্তি হওয়ার ৯ দিন পরে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি। তাঁর শরীরে গত ২৯ এপ্রিল করোনার সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনই তাঁকে মালদহ থেকে সড়কপথে শিলিগুড়িতে এনে হিমাঞ্চল বিহারের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ ইংরেজবাজারে রাতে ব্যাপক বোমাবাজি, আতঙ্ক
বুধবার এবং বৃহস্পতিবার পরপর দু’বার ওই মহিলার লালারসের নমুনা পরীক্ষা করা হয় বলে খবর। জানা গিয়েছে, প্রথম রিপোর্টে পজিটিভ এলেও পরের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এরপরেই ওই মহিলাকে ছুটি দিয়ে দেওয়ার তোড়জোর শুরু হয়। শুক্রবার দুপুর সাড়ে ১১টা নাগাদ তাঁকে কোভিড হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584