প্রাপ্তি শুধুই শিলান্যাস কাদা মাড়িয়েই চলছে আমাটিয়া

0
83

শ্যামল রায়,কালনাঃ

বর্ষা শুরু হতেই বেহাল রাস্তা আরো চরম আকার ধারণ করে। জলে কাদায় একাকার হয়ে রাস্তা দিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। চরম সমস্যায় পড়তে হয়েছে স্কুলের কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের ও যাতায়াত করতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা রাস্তাটির কাজ শুরু করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।২০১৭ সালের ১২ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গ্রামীণ এলাকার এই রাস্তাটির শিলান‍্যাস করেছিলেন।
একই দিনে রাজ্যের মোট আট হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজে সূচনা হয়েছিল। সেই প্রকল্পের আওতায় এই মন্তেশ্বর ব্লকের মধ্যম গ্রাম পঞ্চায়েতের আমাটিয়া গ্রামের দুই কিলোমিটার রাস্তার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী।
বেহাল এই কাঁচা রাস্তাটি ঢালাই করার কথা ছিল। কিন্তু মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেলেও কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ এখনো চোখে পড়েনি।
আমাটিয়া গ্রামের বাসিন্দা জিকু শেখ সেলিম শেখ ও মিহির মাঝি  অভিযোগ করেছেন ঢালাই করার কথা ছিল। কিন্তু মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেলেও কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ এখনো চোখে পড়েনি।
আমাটিয়া গ্রামের বাসিন্দা জিকু শেখ সেলিম শেখ ও মিহির মাঝি  অভিযোগ করেছেন যে রাস্তার কাজ কবে শুরু হবে তাদের কাছে আজও অজানা। বেহাল রাস্তা থাকার ফলে তাদের চরম সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তবে বাসিন্দাদের কাছ থেকে আরো জানা গিয়েছে যে রাস্তার কাজ নিয়েও একটু সমস্যা রয়েছে বলেই রাস্তার কাজ হতে দেরি হচ্ছে।
মন্তেশ্বর বুলকের মধ্যম গ্রাম পঞ্চায়েতের প্রধান মুংলি হেমব্রম বলেন যে ওই রাস্তা সংস্কার করার জন্য দুই বার টেন্ডার ডাকা হয়ে গিয়েছিল কিন্তু রাস্তা নিয়ে ওই গ্রামের কয়েকজন মানুষের অভিযোগ থাকার কারণে রাস্তাটি এখনো শুরু করা যায়নি তবে আমরা ঠিক করেছি খুব শীঘ্রই  এলাকার মানুষদের নিয়ে আলোচনা শেষে রাস্তার কাজ শুরু করব।

নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা এই রাস্তাটি কেন ঢিলেমি হিসেবে কাজ শুরু হচ্ছে না অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই রাস্তাটি শুরু হতে দেরি লাগছে। তবে রাস্তার কাজ শুরু না হওয়ায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।
বেহাল রাস্তায় চরম সমস্যার মধ্যে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা নাজেহাল হচ্ছেন তারা এই প্রসঙ্গে মন্তেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন যে গোটা বিষয়টি আমার নজর রয়েছে আশা করছি খুব শীঘ্রই বর্ষার পরে রাস্তার কাজ  শুরু করা সম্ভব হবে।
তবে এলাকার মানুষের অভিযোগ স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের চরম ঢিলেমির কারণেই এই বেহাল রাস্তার কাজ শুরু করতে দেরি হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here