মেদিনীপুরে বইমেলার শুভ উদ্বোধনে চাঁদের হাট

0
117

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর বইমেলা ২০১৮ এর শুভ উদ্বোধনের দিনই জ্বলদর্চি প্রকাশনীর তত্ত্বাবধানে প্রকাশিত হল তিন নতুন মুখ – লক্ষণ দাস, সুব্রত দাস ও রামপদ দাসের প্রথম কাব্যগ্রন্থ – “তিন কুড়ির কাব্য”।আধুনিক বাংলা সাহিত্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে নতুন তিন মুখের এই প্রথম পশরা।অব্যক্ত কল্পপ্রেম থেকে প্রকৃতি, সামাজিক-রাষ্ট্রীয় সমস্যা, সাংস্কৃতিক জীবনবোধ, রাজনৈতিক টানাপোড়েন – সবের মধ্যেই অল্পবিস্তর বিচরণ করেছেন তিনজন’ই।

বই প্রকাশ অনুষ্ঠানে লেখক , প্রকাশক ও অন্যান্য গুণীজনেরা। নিজস্ব চিত্র

সমসাময়িক বেকার – ছন্নছাড়া জীবনের নানা খুঁটিনাটি ঘটনা নিয়ে অবয়ব পাওয়া কবিতাগুলো পঞ্চাশোর্ধদেরও স্মৃতি মেদুরতায় নিয়ে যেতে পারে অবলীলায়।বহু প্রত্যাশা ও নতুন সমাজ গঠনের দাবী নিয়ে হাজির হয়েছে তাঁদের প্রথম কাব্য গ্রন্থ।এই অনুষ্ঠানে গ্রন্থটি প্রকাশ করেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, ড. মঙ্গল নায়ক, সমাজসেবী শঙ্কর মাঝি সহ বহু গুণীজন।

আরও পড়ুনঃ বালুরঘাটে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার শুভ সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here