নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান পৃষ্ঠপোষকতায় শনিবার সূচনা হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম মা মাটি উৎসব।নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হোসেনপুর-হাজরাকাটা যুব সমাজসেবী সংঘের পরিচালিত এই উৎসব হাজরাকাটা বাজারের পাশের মাঠে চলবে ২৩ মার্চ পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীযূষকান্তি ভুঁইয়া,সেখ সামশুল ইসলাম,সেখ সাহাউদ্দিন,সুদীপ খাঁড়া,সেখ খুশনবী প্রমুখ।
নানা ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বলিউড,টলিউড ও বাংলাদেশের জনপ্রিয় বহু শিল্পী এই উৎসবের বিচিত্রানুষ্ঠানে অংশগ্রহণ করবেন।এই উৎসব ঘিরে আনন্দের উন্মাদনা তৈরি হয়েছে এলাকায়।
মাটির প্রতি দায়বদ্ধ মানুষের স্নেহশীল মমতাময় প্রদেশকে শ্যামলিমা দিতে চাওয়া এই উৎসবে থাকবে শোভাযাত্রা,কৃষি ও বিজ্ঞান প্রদর্শনী, সাহিত্য সম্মেলন,ক্রীড়া প্রতিযোগিতা,স্বাস্থ্য শিবির প্রভৃতি অনুষ্ঠান।
উৎসবের দিনগুলিতে সমবেত উপস্থিতির আহ্বান জানিয়েছেন, যুগ্ম সম্পাদক সেখ সাহাউদ্দিন, সেখ তাজামুল হক, যুগ্ম সভাপতি উত্তম প্রামাণিক, সেখ জাহাঙ্গীর হোসেন,যুগ্ম কোষাধ্যক্ষ সেখ মুস্তাক,সেখ মঞ্জুরুল ইসলাম।
আরও পড়ুনঃ বর্ধমানে মাটি উৎসবের শুভ সূচনা
রাজকুমার আচার্য সম্পাদিত উৎসব স্মরণিকা ও পীযূষ কান্তি ভুঁইয়ার গদ্যের বই অভিমানী পত্রমালা প্রকাশিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584