মনিরুল হক,কোচবিহারঃ

জেলা পর্যায়ে স্কুল ক্রীড়ার আসর কোচবিহারে। শুক্রবার কোচবিহার এমজেএন স্টেডিয়ামে সুব্রত মুখার্জী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

এই খেলায় অনুর্দ্ধ ১৪ বালক বিভাগ ও অনুর্দ্ধ ১৭ বালিকা বিভাগে মোট ৬ টি দল অংশ নেয়। মহকুমা পর্যায়ে বিজয়ী দল গুলি এই খেলায় অংশ নেবার সুযোগ পায়।
যদিও এদিনের এই ফুটবল টুর্নামেন্টে মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জ দল শেষ পর্যন্ত অংশ নিতে পারেনি। বালক বিভাগে কোচবিহার সদর থেকে অংশ নিয়েছে ধূমপুর হাই স্কুল, তুফানগঞ্জ থেকে অংশ নেয় চিলাখানা হাই স্কুল, দিনহাটা মহকুমার হয়ে খেলে গীতালদহ হাই স্কুল। বালিকা বিভাগে ছিল কোচবিহার সদরের ঘুঘুমারি হাই স্কুল, তুফানগঞ্জে নন্দীছেরুরা জুনিয়ার হাই স্কুল, দিনহাটার দামোদরবস হাই স্কুল এই খেলায় অংশ নেয়।

জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্ধোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ রমেন ভট্টাচার্য, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শারীরশিক্ষা আধিকারিক রিতা রায় প্রমুখ।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে জল দিবসে সচেতনতা শোভাযাত্রা
এই প্রতিযোগিতার বিজয়ী দল গুলি পরবর্তীতে ক্লাস্টার পর্যায়ে অংশ নেবার সুযোগ পাবে বলে জানান জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক উত্তম রায়। শেষ পাওয়া খবর অনুযায়ী বালক বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় দিনহাটা মহকুমাকে হারিয়ে কোচবিহার সদরের দল বিজয়ী হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584