কাচগেড়িয়া গ্রামে উদ্ধার হওয়া ঝুলন্ত মৃতদেহর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

0
171

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গত অগাস্টে চার তারিখে আনন্দপুর থানার অন্তর্গত কাচগেড়িয়া গ্রামে উদ্ধার হওয়া ঝুলন্ত মৃতদেহর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।১৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতের কাছে জমা দিতে হবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট।

হাইকোর্টের নির্দেশিকার চিত্র।নিজস্ব চিত্র

উল্লেখ্য উদ্ধার হওয়া তাপস দের মৃত্যুর পিছনে পরিবারের দাবি পারিবারিক বিবাদের জেরে খুন হতে হয়েছে তাপস দেকে। অভিযোগের নিশানায় স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় পান।যদিও সঞ্জয় পানের দাবি পরিবারের আভ্যন্তরীণ গন্ডগোলের জেরে আত্মহত্যা করে তাপস দে।সঞ্জয় পানের এই দাবিকেই কার্যত সীলমোহর দিয়ে ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায় আত্মহত্যার তত্ত্ব।

তাপস দে’র মৃতদেহ।ফাইল চিত্র

কিন্তু পরিবার এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন,সেই মতো আগস্ট মাসের 8 তারিখ তপব্রত চক্রবর্তীর এজলাসে পুনরায় ময়না তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের করেন মৃত তাপস দের ভাইপো ইন্দ্রজিৎ দে।আদালত আবেদনের মঞ্জুরী দিয়ে স্টেট ফরেন্সিক মেডিসিন এবং এস এস কে এম হাসপাতালের ডাক্তারদের তৈরি করা বিশেষ দলের তত্ত্বাবধানে নতুন করে ফের ময়নাতদন্তের নির্দেশ দেন।একই সাথে তদন্তের গতি আনতে ৩ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেইমতো আদালতের নির্দেশের কপি রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের হাতে তুলে দেন ইন্দ্রজিৎ দে । পরিবারের অমতে ময়নাতদন্ত হওয়ায় মৃতদেহ এখনো গ্রহণ করেনি তাপস দের পরিবার ।স্বভাবতই নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া ও মৃতের পরিবারের অভিযোগের স্বপক্ষে আদালতের পর্যবেক্ষণে খুশি ইন্দ্রজিৎ ও তার পরিবার । অন্যদিকে এরপর থেকেই এলাকা ছাড়া মৃত তাপস দের গোটা পরিবার।

আধার কার্ডের চিত্র।নিজস্ব চিত্র

পরিবারের পক্ষে ইন্দ্রজিতের অভিযোগ পুলিশ কোন রকম সহযোগিতা করছে না ঘরছাড়াদের গ্রামে ফিরিয়ে আনার জন্য । এ ঘটনার নেপথ্যে তৃণমূলের নাম জড়ানোয় বিব্রত জেলা তৃণমূল শিবির।যদিও ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ জেলা তৃণমূলের সভাপতি থেকে অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ মৃত সেনা জওয়ানের পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here