পরিকাঠামোর অভাবে অঙ্গ দানের শেষ ইচ্ছে অপূরিত রইল আত্মঘাতী যুবকের

0
79

পিয়ালী দাস, বীরভূমঃ এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল বাড়ির মধ্যে থেকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম দেবাশীষ মন্ডল (৩৪)। মৃতের পকেট থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে চোখ ও কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলেই পরিবারের দাবি। যদিও রামপুরহাট হাসপাতালে পরিকাঠামো না থাকায় তার শেষ ইচ্ছা পুরন হয়নি। যদিও কি কারনে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় পরিবার।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত দেবাশীষের বাড়ি রামপুরহাট পুরসভার ৯নম্বর ওয়ার্ডের বামনী গ্রামে। বৃহস্পতিবার রাতে দেবাশীষের মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে। তার বিয়ের দিন ঠিক হয়েছিল ১৪ই আষাঢ়। বিয়ের মাত্র কয়েকদিন আগে কেন এমনটা হল তা বুঝে উঠতে পারছেননা তার মা সবিতা মন্ডল। তিনি বলেন, “ছেলের বিয়ের ঠিক হয়েছিল। তার আগে এমনটা ও কেন করল তা বুঝতে পারছিনা” এদিকে দেবাশীষের বন্ধু শান্তনু মন্ডল বলেন, “দেবাশীষ আত্মহত্যা করেছে খবর পেয়ে ওর বাড়ি যায় আমি। একটি সুসাইড নোট পাওয়া গিয়েছে পকেটে থেকে। তাতে ও কিডনি চোখ দান করা হয় বলে লিখেছে”। রামপুরহাট হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়ে তার শেষ ইচ্ছা পুরনের জন্য কিডনি ও চোখ দানের কথা বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষ্যের। কিন্তু হাসপাতালে পরিকাঠামো না থাকায় তা সম্ভব হলনা বলেই জানিয়েছেন শান্তনুবাবু। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here