শ্যামল রায়, নবদ্বীপঃ
নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চারদিনের জন্য বন্ধ হয়ে গেল অর্থোপেডিক আউটডোর এবং অন কল সার্জারি। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অর্থপেডিকের চিকিৎসা করতে না পেরে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এমনটাই অভিযোগ হাসপাতালে আসা রোগীদের। জানা গিয়েছে যে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে অর্থপেডিক আউটডোর এবং সার্জারি অন কল বিভাগটি বন্ধ করে দেয়া হয়েছে।
যারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের পক্ষেও অপারেশন এবং অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ রোগীদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে বলেছেন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে মাদক ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ২
জানা গিয়েছে যে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন। হাসপাতালের বেড সংখ্যা ১০০। চিকিৎসা নিয়ে একের পর এক নানান ধরনের অভিযোগ উঠেছে এই হাসপাতালে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের গুরুত্ব অপরিসীম এবং রয়েছে যথেষ্ট পরিকাঠামো কিন্তু স্বাস্থ্যপরিসেবা নিয়ে একের পর এক রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়।
এখানে কঠিন রোগের কোন চিকিৎসা হয় না বলে রোগীদের রেফার করে দেয়া হয় অন্যত্র বলে অভিযোগ। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগী ও তার পরিবার। বর্তমানে অর্থোপেডিক বিভাগ বন্ধ থাকায় আরও সমস্যায় পড়লেন বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584